Loading...
Wednesday, 14 December 2016

ভালোবাসি বলেই ফিরে আসি

ভালোবাসি বলেই তোমাকে অন্য
কারো সাথে কথা বলতে দেখলে গা
জ্বলে উঠে!
ভালোবাসি বলেই তোমার সাথে
কথা না বললে রাতের ঘুম হারাম হয়ে
যায়!
ভালোবাসি বলেই তোমার ছবিতে
অন্য কেউ কমেন্ট করলে জ্বলতে থাকি!
ভালোবাসি বলেই তোমাকে এতো
রাগাই!
ভালোবাসি বলেই অন্য কারো কথা
জীবনে চিন্তাও করতে পারি না!
ভালোবাসি বলেই এতোদূর হেঁটে
গিয়ে তোমার সাথে দেখা করতে
ইচ্ছা করে!
ভালোবাসি বলেই তোমার
পাগলামী ভাল্লাগে!
ভালোবাসি বলেই তুমি পছন্দ করো না
তাই স্মোকিং, লুইচ্চামি, গুন্ডামি
করি না!
ভালোবাসি বলেই বিশ্বাস রাখি
তুমি আবার আমার মাঝে ফিরে
আসবে!

                    read more...

0 comments:

 
TOP