Loading...
Thursday, 26 January 2017

পাগলের মতো ভালোবাসা

মেয়েঃ কি করছিস ।

ছেলেঃ এই বসে আছি আর রিয়ার সাথে গল্প করছি ।

মেয়েঃ এই রিয়াটা কে ।

ছেলেঃ আমার নতুন ফেসবুক বন্ধু ।

মেয়েঃ ও খুব ভালো ।

ছেলেঃ তুই কি করছিস ।

মেয়েঃ বসে আছি ।

ছেলেঃ কিছু খেয়েছিস ।

মেয়েঃ না ।

ছেলেঃ কেনো খেয়ে নে ।

মেয়েঃ ইচ্ছা করছে না ।

ছেলেঃ কেনো খেয়ে নে আমি বলছি কিন্ত ।

মেয়েঃ আমি না খেলে তোর কি ।

ছেলেঃ কেনো রে এই কথা বলছিস ।

মেয়েঃ না আমার খেয়াল রেখে কি হবে।

ছেলেঃ রাগ করলি নাকি আমার উপর।

মেয়েঃ আমি তোর উপর রাগ করবো কেনো।

ছেলেঃ না মনে হলো তাই দেখ না রিয়া ঠিক ভাবে কথা বলছে না ।

মেয়েঃ সেটা আমায় বলছিস কেনো ঐ ওকে বায় ।

ছেলেঃ কেনো কি হলো কথা বলবি না?

মেয়েঃ পরে বলবো এখন তোর সাথে কথা বলার অনেক লোক ।

ছেলেঃ বাবা এতো রাগ আর শোন আমি কনো রিয়ার সাথে কথা বলছিলাম না ।

মেয়েঃ তুই তো বললি ।

ছেলেঃ তোকে রাগাচ্ছিলাম ।

মেয়েঃ কেনো বলতো আমাকে এতো রাগাস ।

ছেলেঃ কারন তুই রাগলে আমার খুব ভালো লাগে আর মনে হয় তুই আমায় ভালোবাসিস।

মেয়েঃ আমি তোকে ভালোবাসিনা ।

ছেলেঃ তাহলে অন্য মেয়ের কথা বললে রাগ করিস কেনো ।

মেয়েঃ এমনি ।

ছেলেঃ আমি জানি বাসিস ।

মেয়েঃ কাকে ।

ছেলেঃ আমাকে ।

মেয়েঃ না বাসিনা ।

ছেলেঃ ওকে ।

মেয়েঃ তুই কিছু খেয়েছিস ।

ছেলেঃ না দাঁড়া রিয়া ফোন করছে।

মেয়েঃ আবার?????

ছেলেঃ কি করবো তুই তো আমায় ভালোবাসিস না ।

মেয়েঃ না না বাসি ।

ছেলেঃ তাহলে রিয়া ফোন করেনি।

মেয়েঃ তুই একটা পাগল ।

ছেলেঃ পাগল বলেই তোকে এতো ভালোবাসি ।

মেয়েঃ এই কারনেই তো এই পাগল ছেলেটাকে এতো ভালোবাসি ।

ছেলেঃ হূম বুঝেছি পাগলি।

শেয়ার দিয়ে গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস এ জানাবেন ।।

0 comments:

 
TOP