আগে: 
"ভোর হল 
দোর খোল 
খুকুমনি ওঠরে"
এখন:
"ভোট এল
টাকা ফেল
দিদি-মনি জেত রে।"
আগে:
"কুমোর পাড়ার গরুর গাড়ি
বোঝাই করা কলসি হাড়ি
গাড়ি চালায় বংশীবদন
সঙ্গে যে যায় ভাগ্নে মদন।"
এখন: 
"কালিঘাটের সারদা গাড়ি
বোঝাই করা টাকার হাড়ি
গাড়ি চালায় কুনালবদন
সঙ্গে যে যায় মুকুল-মদন।"
আগে: 
"বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই 
মাগো আমার শোলক বলা কাঁজলা দিদি কই"
এখন: 
"তৃণমূলের মাথার ওপর চোর উঠেছে ওই
মাগো আমার মিথ্যে বলা মমতা দিদি কই"
আগে: 
"সোনা ঘুমাল 
পাড়া জুড়োল
বর্গি এল দেশে।
বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে।"
এখন: 
"মদনা পালাল
বাংলা জুড়োল
রোগীর ছদ্মবেশে।
তৃণমূলিরা টাকা খেয়েছে
লুকোবে গিয়ে কিসে।"
আগে মা বলত: "শো যা বেটা। বরনা গব্বর আ জায়েগা।"
এখন দিদি বলে: "ভাগ যা মদনা। বরনা সিবিআই আ জায়েগা।"
                             Read more...  
ভাল লাগলে শেয়ার করুন।
 
0 comments:
Post a Comment