Loading...
Tuesday, 10 January 2017

জামাই শ্বশুরের পণ নেওয়া দাওয়া

শ্বশুর মশাই, তার হবু জামাইকে
বলছেন ,
"বাবা ... বিয়েতে তুমি কী কী উপহার
চাও?"
.
জামাই পটলাঃ কি আর চাইব, বাবা,
আপনার
মেয়ে নিজেই লক্ষী…! আমি শুধু
"টর"
চাই…!
.
শ্বশুর : খুব অবাক হয়ে বললেন… "টর"
জিনিসটা কি বাবা?
.
পটলাঃ যেমন ধরুন… "রেফ্রিজারে টর",
"জেনারে টর" , "স্কু টর", যেকোন ধরনের
"মো টর", "কমপিউ টর"
.
Sosur: (মজা করে) আমিও তোমায়
পড়াতে জানি "সোয়ে টর", তারপর
তোমার হাতে তুলে দেব আমার "ড টর",
তার হাতে থাকবে একটা "হান্ টর", যে
তোমায় দিয়ে রান্না করাবে "ম টর
টমা টর", রান্না খারাপ হলে গায়ে
ঢালবে "ওয়া টর", তখন তোমায় দেখতে
লাগবে
"বে টর", কি বুঝলে "মিস টর"...??!!
.
এই শুনে পটলা এমন পালালো, ঠিক
যেন...
" হেলিকপ্ টর"��

0 comments:

 
TOP