..
--এই শুনছো আমাদের না একটা মেয়ে
বাবু হবে!
--হুম শুনছি!
--কচু শুনছো,কাছে এসে আমার কাধে
মাথা রাখো!
--হুম মহারাণী আসলাম, এবার বলেন।
--তুমি একটুও রোমান্টিক না,আমি কিছু
বললে শুধু হুম,হুম করো।
--তোমার মিষ্টি মুখের কথা শুনতে
ভাল
লাগে তাই!
--ব্যাঙ ভাল লাগে,আর শুনো বিয়ের
পর
কিন্তু আমাকে অনেক ভালবাসা
দিতে
হবে!
(বেশি রোমান্টিক হলো
আমাকে ব্যাঙ বলে।)
--আমার সব টুকু ভালবাসা তো
তোমাকে ঘিরে!
--রোজ সকালে আমার আগে ঘুম থেকে
উঠে, আমার কপালে ভালবাসার পরশ
বলিয়ে দিতে হবে! যদি একদিন মিস হয়,
সকালের খাবার বন্ধ!
--তোমার কথা যথার্থ পালন হবে
মহারাণী!
--আর শুনো,আমি যখন রান্না করব
তখন তুমি চুপি চুপি আমাকে পিছন
থেকে
জড়িয়ে ধরবে!
আমি যদি ছাড়তে বলি, ভুলে একদম
ছাড়বে না।
--তখন তোমাকে আরো শক্ত করে
জড়িয়ে ধরে রাখবো!
--পূর্ণিমা রাতে আমি তোমার কাধে
মাথা রেখে চাঁদ দেখবো।
--আমি কিন্তু দুটা চাঁদ এক
সাথে দেখবো?
--কিভাবে? (অনেক অবাক হয়ে।)
--আমার পাশে তো, আকাশের চাঁদের
থেকে বেশি সুন্দর একটা চাঁদ বসে
থাকে!
যাকে
আমি হাত বাড়ালে ছুঁতে
পারি।
--যা ব্যাঙ,আমি এতো সুন্দর নাকি!
(লজ্জায় লাল হয়ে)
--তুমি বৃষ্টি বুকে কামুক মেঘের অযথাই
ওড়াউড়ি ভালবাসলে,জলের ভেতর
স্থির
কলমি ফুলে,ঘন সবুজ।ছুঁয়ে দিলে লাল
পদ্মা,আবার না চাইতেই কাল অমন ঢ্ল
ঢ্ল আষাঢ়ে গাঢ় বৃষ্টির মত তুমুল
ভালবাসায় আমায় কে জড়ালো,সবি
তো
তোমার ওই মায়াবী চোখের চাহনি!
--যাহ্ এভাবে বলতে হয় না,আবার
কিন্তু তোমার প্রেমে পড়ে যাব!
--সামর্থ্য থাকলে তোমার মুখ থেকে
ভালবাসার শব্দটুকু কিনে ফেলতাম, হে
সুহাসিনী।
--এই শুনো আর এতো
রোমান্টিক হতে হবে না, মা ডাকছে
পড়ে কথা হবে এখন রাখছি।
--আচ্ছা রাখো তাহলে! (মন খারাপ
করে)
--শুনো,শেষ কথাটা বলো?
--কোন শেষ কথা?
--বাড়ে...এতো তাড়াতাড়ি
ভুলে গেলে,থাক বলতে হবে না।
--শুনো গেদুর মা!
--কিতা? (এই বুঝি কান্না করে দিবে)
--ভালবাসি! ভালবাসি!!
ভালবাসি!!!
--আমিও ভালবাসি একটা পচাঁ ব্যাঙ
কে।
.
.
পরিশিষ্টঃকিছু ভালবাসার
স্বপ্ন শুরু হয় এভাবে, দুজনের মাঝে
পাগলামি বিরাজ করে,হাজার টা
স্বপ্নের জাল বুনে।এই সব ভালবাসার
ক্ষেত্রে দেখা যায় শেষ এই মধুর
ভালবাসা টা মোড় নেয়
অন্যদিকে! শেষ হয়ে যায়
রূপকথার দিন গুলো। দুজনি তখন এসে
দাঁড়িয়ে যায় বাস্তবের মুখোমুখি।
Read more....
Thursday, 29 December 2016
Loading...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment