Loading...
Tuesday, 6 December 2016

স্বপ্নহীন অদ্ভুদ প্রেমের গল্প


→ পাগলা পাগলি
..
--- মেয়েঃ এইসব কি?
--- ছেলেঃ কোন সব?
--- মেয়েঃ In a relationship দিলা
কেনো?
--- ছেলেঃ প্রেম করছি তাই।
--- মেয়েঃ মানে কি?
--- ছেলেঃ বাংলা কথা বুঝো না?
--- মেয়েঃ বুঝিতো।
--- ছেলেঃ আমিতো বাংলাতেই
বলেছি।
--- মেয়েঃ প্রেম করছো মানে কি?
--- ছেলেঃ প্রেম করছি মানে প্রেম
করছি।
--- মেয়েঃ আজব।
--- ছেলেঃ আজব এর কি পেলে?
আমি প্রেম
করতে পারি না নাকি?
--- মেয়েঃ কার সাথে?
--- ছেলেঃ তাতো বলবো না।
--- মেয়েঃ কেনো?
--- ছেলেঃ তুমি আমার কে হও যে,
তোমাকে
বলতে হবে?
--- মেয়েঃ আমি তোমার কেও হই
না?
--- ছেলেঃ না।
--- মেয়েঃ প্লীজ, ফাইজলামি করো
না।
--- ছেলেঃ ফাইজলামি করবো
কেনো?
..
মেয়ের কান্না কান্না ভাব!
..
--- মেয়েঃ সত্যিই প্রেম করছো?
--- ছেলেঃ হুম সত্যি।
--- মেয়েঃ এইবার কেঁদে দিবো
কিন্তু।
--- ছেলেঃ কেনো?
--- মেয়েঃ ভালোবাসি।
--- ছেলেঃ কাকে?
--- মেয়েঃ উঁহু,,, তোমাকে।
--- ছেলেঃ কেনো?
--- মেয়েঃ জানিনা।
--- ছেলেঃ কিন্তু এখনতো আর কিছু
করার নেই।
--- মেয়েঃ সত্যিই ভালোবাসি।
--- ছেলেঃ এতদিন বলো নাই
কেনো?
--- মেয়েঃ সাহস হয়নি।
--- ছেলেঃ এখন সাহসটা কোথা
থেকে
আসলো?
--- মেয়েঃ এখনতো তুমি অন্যের।
--- ছেলেঃ হুম।
--- মেয়েঃ কি হুম?
--- ছেলেঃ ভালোবাসি।
--- মেয়েঃ কাকে?
--- ছেলেঃ শুধু তোমাকে।
--- মেয়েঃ আর ঐ মেয়েটা?
--- ছেলে : কোন মেয়েটা?
--- মেয়েঃ তোমার প্রেমিকা।
--- ছেলেঃ ধুর,,, বোকা মেয়ে।
--- মেয়েঃ মানে?
--- ছেলেঃ ওটা মিথ্যে।
--- মেয়েঃ অহেতুক কেনো মিথ্যে
বললে?
--- ছেলেঃ তোমার মনের কথাটা
জানার
জন্য।
--- মেয়েঃ তুমি খুব খারাপ খুব খুব
খুব খারাপ।
..
এইসব বলে মেয়েটি ছেলের বুকে
ঝাপিয়ে
পড়লো ,,,
..
--- ছেলেঃ হুম তুমি খুব ভালো খুব
খুব খুব
ভালো।
..
--- মেয়েঃ যাও কথা নাই তোমার
সাথে। তুমি বুঝি
আমার মনের কথাটা বুঝতে পারোনি
এতোদিন?
--- ছেলেঃ তুমি একটা পাগলি। নাহ্
থাক আমার পাগলিটা
কাঁদেনা।
..
এই বলে ছেলেটি মেয়েটির চোখে
একটি
চুমু খেলো। তারপর মেয়েটি বললো
,,,
..
--- মেয়েঃ তুমি আমার পাগল।
--- ছেলেঃ তুমি আমার পাগলি।

0 comments:

 
TOP