Loading...
Monday, 5 December 2016

আমার প্রিয় গাণ

বলতে চেয়ে মনে হয় বলতে দেয় তবুও দেয় না  হৃদয় কতটা তোমায় ভালোবাসি ...
  
চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয় তোমারই কাছে ফিরে আসি...

    তুমি তুমি তুমি শুধুই এ মনের আনাচে কানাচে
      সত্যি বল না কেউ কি প্রেমহীনা কখনও বাঁচে...
..

তুমি তুমি তুমি শুধুই এ মনের আনাচে কানাচে
      সত্যি বল না কেউ কি প্রেমহীনা কখনও বাঁচে...

বলতে চেয়ে মনে হয় বলতে দেয় তবুও দেয় না  হৃদয় কতটা তোমায় ভালোবাসি ...... |

মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম পড়ে নিয়ো তুমি মিলিয়ে নিয়ো খুব যতনে তা লিখে ছিলাম

মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম পড়ে নিয়ো তুমি মিলিয়ে নিয়ো খুব যতনে তা লিখে ছিলাম

হো....... চাই পেতে আরও মন পেয়েও এত কাছে...

বলতে চেয়ে মনে হয় বলতে দেয় তবুও দেয় না  হৃদয় কতটা তোমায় ভালোবাসি ...... |

মন অল্পতে প্রিয় গল্পেতে কল্পনায় স্বপ্ন আঁকে ...
  ভুল ত্রুটি আবেগী খুন সুঁটি সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে...


মন অল্পতে প্রিয় গল্পেতে কল্পনায় স্বপ্ন আঁকে ...
  ভুল ত্রুটি আবেগী খুন সুঁটি সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে...

হো....... চাই পেতে আরও মন পেয়েও এত কাছে...

বলতে চেয়ে মনে হয় বলতে দেয় তবুও দেয় না  হৃদয় কতটা তোমায় ভালোবাসি ...... |

0 comments:

 
TOP