★তুমি আমাকে মাঝে মাঝে ভীতু
বলো!
হ্যাঁ আমি অনেক ভীতু একটা ছেলে।
কিন্তু জানো কেনো আমি ভয় পাই
এতো? কারন তোমাকে আমার
জীবনের
চাইতেও বেশি ভালবাসি। আর তার
জন্যেই সব সময় তোমাকে হারানোর ভয়
হয়।
★তুমি আমাকে অবাধ্য বলো!
হ্যাঁ আমি তোমার কথার অবাধ্য হই ।
কিন্তু জানো কেনো? যাতে তোমার
মিষ্টি মুখের কিছু বকা শুনতে পারি।
তোমার শাসন গুলো,বকা গুলো ভীষন
মিষ্টি লাগে তার জন্যে।
★তুমি আমাকে সেলফিস বলো!
হ্যাঁ আমি সেলফিস। কিন্তু জানো
কেনো? কারন আমি চাইনা তোমার
ছায়া
আর কারো উপরে পড়ুক। তোমার ছায়া
শুধু আমার উপরেই পড়বে।
★তুমি আমাকে পাগল বলো মাঝে
মাঝে!
হ্যাঁ আমি পাগলামি করি। জানো
কেনো?
যাতে তুমি একটু মিষ্টি করে হেসে
একটা
বার বলো আমার পাগল একটা। তোমার
হাসির জন্য সব করতে পারি।
★তুমি আমাকে দুষ্টও বলো! হ্যাঁ আমি
ভীষন দুষ্টামি করি। কিন্তু জানো
কেনো? কারন দুষ্টামি করলে তুমি
লজ্জা পেয়ে একটু মাথা নিচু করে দুষ্ট
বাবু বলো সেই মুহূর্তে তোমাকে
আরো
সুন্দর লাগে। হুম তোমাকে
ভালবাসি,কত
টুকু তা জানিনা কিন্তু এটা জানি
আমার
জীবনের চাইতেও বেশি। এত
ভালবাসার
পরেও তোমাকে কষ্ট দেই। কিন্তু
সেটা
অনিচ্ছায়। তোমাকে কষ্ট দেওয়ার পর
আমি অনেক কষ্ট পাই সেটা কি
জানো?
জানো আমি তোমার ইচ্ছার বিরুদ্ধ
কেনো কখনো না করিনা? জানো
কেন
বলি তোমার যা মন চায় সব করতে
পারো? তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি
কখনো না বলবোনা কারন ঐ না বলায়
যদি তোমান মন খারাপ হয় তাই। আমি
তোমার সুখ পাখি হতে চাইনা , আমি
তোমার চোখের জল হতে চাই। কারন
যখন তুমি কষ্ট পাবা তখন যেনো
নিজেকে একা না ভাবো। তখন কেউ
না
থাকলেই আমি থাকবো। তোমার
চোখের
জলের প্রতিটি ফোঁটা মনে করিয়ে
দিবে
তোমার সেলফিস মানুষটি তোমার
সাথেই
আছে। ভালবাসি,ভালবাসবো সারা
জীবন। পাশে থাকবো চিরকাল।
Wednesday, 7 December 2016
Loading...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment