Loading...
Wednesday, 14 December 2016

মুরগির নামকরণ

এক মুরগির বাচ্চা
মা কে
জিজ্ঞাসা করলো মা-
মানুষের জন্ম হলে
তাদের নামকরণ হয়,
কিন্তু আমাদের হয়না.
- কেন?
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
"
মুরগির মা বললো -
বেটা আমাদের সমাজে
নামকরণ হয় মরার
পরে।
যেমন:-
★ চিকেন তন্দুরি
★ চিকেন বিরিয়ানি
★ চিকেন পাকোড়া
★ চিকেন চিলি
★ চিকেন টিক্কা
★ চিকেন রোল
★ চিকেন কড়াই
★ চিকেন ফ্রাইড
★ চিকেন চাপ
★ চিকেন স্যান্ডউইচ
★ চিকেন স্যুপ
★ চিকেন বার্গার
....
ইত্যাদি [ মুরগির
বাচ্চা বেহুশ]

0 comments:

 
TOP