একবার একটি ছেলে তার স্কুলের খরচ জোগাড় করার জন্যে এক বাড়ি থেকে অন্য বাড়ির দরজায় কিছু কিছু জিনিস বিক্রি করছিলো l একদিন দুর্ভাগ্যক্রমে তার কোনো জিনিসই বিক্রি হলো না , আর এমন সময় তার খুব খিদেও পেয়ে গিয়েছিলো l সে ঠিক করল এর পর সে যেই বাড়িতে প্রথমে যাবে , সে সেখান থেকে কিছু খাবার চেয়ে নিয়ে খাবে l তখন সে এগিয়ে গেলো এবং সামনের বাড়ির দরজায় আওয়াজ করলো l একটি ছোটো মেয়ে দরজা খুলে দাঁড়ালো l কিন্তু মেয়েটিকে দেখে ছেলেটি ঘাবড়ে গেলো আর খাবার চাওযার পরিবর্তে সে এক গ্লাস জল চাইলো l
কিন্তু মেয়েটি দেখে বুঝতে পারলো যে ছেলেটি ক্ষুধার্ত , তাই সে ভিতরে গিয়ে বড় এক গ্লাস দুধ নিয়ে এলো l ছেলেটি বিনা বাক্যব্যয়ে ওই এক গ্লাস দুধ ধীরে ধীরে পান করলো l
ছেলেটি জিজ্ঞেস করলো দুধের দাম কতো টাকা দেবো ? মেয়েটি বললো , টাকা কিসের জন্যে ? আমার মা আমাকে শিখিয়েছেন যে কাউকে যদি কোনোরকম উপকার বা সাহায্য করো তবে তার থেকে কোনোপ্রকার অর্থ নেবে না l
তখন ছেলেটি বললো ", তাহলে আমি তোমাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি l " তারপর ছেলেটি সেই স্থান ত্যাগ করলো l দুধ পান করার ফলে সে কেবল শারীরিক বলই পেলো না , বরং তার ঈশ্বর আর মানুষের উপরে বিশ্বাস আর ভরসা আরও বেড়ে গেলো l
বেশ কয়েক বছর পরে সেই মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে l গৃহ চিকিৎসক তাকে শহরের বড় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দিলো l
হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার হোবার্ড কেল্লি কে রোগী দেখবার জন্য ডাকা হলো l যখনই ডাক্তার মেয়েটির গ্রামের নাম শুনলেন , তিনি চমকে উঠলেন l
ডাক্তার তার আসন ছেড়ে দৌড়ে মেয়েটির ঘরে ঢুকলেন , মেয়েটিকে দেখে ডাক্তার সহজেই চিনতে পারলেন l তিনি তখনই প্রতিজ্ঞা করলেন যে মেয়েটির প্রাণ বাঁচাতে তিনি যথাসাধ্য চেষ্টা করবেন l ডাক্তার মেয়েটিকে বাঁচানোর জন্য অনেক পরিশ্রম করলেন এবং তার পরিশ্রম সার্থক হলো l মেয়েটি প্রাণে বেঁচে গেলো l
ডাক্তার হাসপাতালের অফিসে গিয়ে মেয়েটির চিকিৎসার যাবতীয় খরচ জমা করে দিলেন l তিনি রসিদ নিলেন l
রসিদের এক কোনে তিনি একটি ছোটো কথা লিখলেন আর সেটি মেয়েটির কাছে পাঠিয়ে দিলেন l
মেয়েটি রসিদ দেখে ঘাবড়ে গেলো ........কারণ সে জানতো যে , তার মারাত্মক অসুখ থেকে তো সে বেঁচে গেছে , কিন্তু হাসপাতালের খরচ দেওয়া তার পক্ষে কষ্টকর হবে l
সে ধীরে ধীরে রসিদটা খুললো , খরচের হিসাব দেখছিলো , আচমকা তার নজর কোনের দিকে পড়লো যেখানে ডাক্তার কিছু কথা লিখেছিলেন l
মেয়েটি পড়লো , যেখানে লেখা ছিলো " এক গ্লাস দুধের ঋণ এইভাবে শোধ করলাম"।
নীচে ডাক্তার হোবার্ড কেল্লির হস্তাক্ষর ছিলো l খুশী আর আনন্দে মেয়েটির চোখ দিয়ে জল পড়তে লাগলো l সে মাথার উপর হাত তুলে ঈশ্বরকে ধন্যবাদ দিলো , বললো , " হে ঈশ্বর, তোমায় অনেক অনেক ধন্যবাদ ,......তোমার ভালোবাসা মানুষের হৃদয় আর কর্মের দ্বারা কিভাবে চারিদিকে ছাড়িয়ে পড়ছে l "
যদি আপনি সর্বদা অন্যের ভালো চিন্তা করেন , অপরের উপকার করেন, তাহলে সবসময় আপনার ভালোই হবে ....l l
✌এখন আপনাকে দুটোর মধ্যে ☝একটাকে পছন্দ করতে হবে.........l
এক তো আপনি এই গল্প আপনার পরিচিত জনের সঙ্গে ভাগ করে নিন যাতে এই সুন্দর মানসিকতা চারিদিকে
ছড়িয়ে পড়ে ........l
✋আর না হলে নিজেকে বুঝিয়ে নিন যে এই ঘটনা আপনার হৃদয় স্পর্শ করে নি ..............!!!
0 comments:
Post a Comment