Loading...
Saturday, 19 August 2017

প্রশ্ন -উত্তর পর্বের এক নতুন ধারণায় গঙ্গা নদীর গতিপথ

ভূগোল পরীক্ষা
প্রশ্নঃ গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো।

একজন পরীক্ষার্থী লিখল -
গঙ্গা ভারতের প্রধান নদী, এর দৈর্ঘ্য ২,৫১২ কিমি। এর উৎপত্তি গঙ্গোত্রী থেকে, গঙ্গোত্রী হিমালয়ে অবস্থিত। হিমালয় একটি পর্বত, সেখানে অনেক ঘোরার জায়গা আছে। দার্জিলিং তারমধ্যে অন্যতম। দার্জিলিং অঞ্জন দত্তের খুব প্রিয়। অঞ্জন দত্তের সিনেমা - রঞ্জনা আমি আর আসবো না। অঞ্জন দত্ত ভাল গিটার বাজায়। গিটার দুই প্রকারের হয় - হাওয়াই আর স্প্যানিশ। স্প্যানিশ গিটার স্পেনে তৈরি হয়। স্পেন ইউরোপের এক দেশ। স্পেনের ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। সেখানে রোনাল্ডো খেলে। রোনাল্ডো আগে ইংল্যান্ডে খেলত। ইংল্যান্ডের রানির মুকুটে কোহিনুর আছে। কোহিনুর আগে জাহাঙ্গীর-এর ছিল। জাহাঙ্গীর থাকতেন দিল্লিতে। দিল্লি যমুনা নদীর পাশে। যমুনা গঙ্গার উপনদী। গঙ্গা আর যমুনা একসঙ্গে মিলে উত্তরপ্রদেশ, বিহার, বাংলা হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়।

পুনশ্চঃ ভূপেন হাজারিকার বিখ্যাত বাংলা গান- ও গঙ্গা তুমি বইছো কেন ? উনি ঠিকই বলেছেন। এতটা পথ না বইলে আমাদের এত মুখস্থ করতে হতো না।

এই উত্তর দেখার পর ভূগোল-শিক্ষক স্বেচ্ছাবসর নিয়েছেন।

(সৌজন্যঃ gdmypage.blogspot.com gdmypage.blogspot.com

0 comments:

 
TOP