সত্তি করে বলছি নেই পাওয়ার কিছুর লোভ।
শুধু করে গেছি নিস্বার্থ একটু ভালোবাসার খোঁজ।
সেটাও শুধু মিথ্যে আশা অবিশ্বাসের বোঝ।
তবুও আমি বলবো না আমি হয়েছি ব্যর্থ।
প্রত্তেক দিনের শিক্ষায় করেছে আমায় স্বার্থক।
হ্যা বোকা আমি মানছি এতদিন পর।
তাইতো আবার একই ভুল করছি চিরতর।।
জানি,,আমি কোনো ধোয়া তুলসীপাতা নই।
তবুও কেনো মিথ্যে আশার প্রদীপ জেলে অমনি বসে রই।
যেটা ছিলোনা আমার সেটা না পাওয়াই থাক।
এবার তালে দিনের শেষে মুখ লুকিয়ে ফিরি নিজের বাক।।
0 comments:
Post a Comment