Loading...
Saturday, 12 November 2016

বর্তমানে Face ভালোবাসা


আজ কিছুদিন পর পোস্ট করছি,
কোনও গল্প নয় একদম সত্যি যা ঘটছে আজকাল।

'সেক্স না করলে তোমার সাথে রিলেশন রাখবোনা' - এমনই হুমকি দিয়েছে আমার পরিচিত এক মেয়ে বন্ধুকে তার বয়ফ্রেন্ড,শুনে খুব খারাপ লাগলো।

       সে জিজ্ঞেস করলো কি করবে, ছেলেটিকে নাকি সে খুব ভালবাসে।
আমি তাকে বললাম তুমি চিন্তা করে দেখ কি করবে।
   
       আর এটা ভালবাসা নয় জাস্ট মোহ এবং সেক্সের ফাঁদ সুতরাং এইসব প্লেবয় থেকে দুরে থাকাই শ্রেয়।

      শুনেছি তাদের ব্রেক-আপ হয়ে গেছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ব্রেক-আপ হয় না বরং দুজনে সমান তালে চালিয়ে যায় ফোন সেক্স তারপর রুমডেট, লিভ টুগেদার ইত্যাদি ইত্যাদি।
এরপর অবহেলা, ঝগড়া অতঃপর ব্রেক- আপ।

       শুরু হয় অন্য কারো সাথে রিলেশন আবার এইসব নোংরামি।
এটাই হচ্ছে ডিজিটাল যুগের ওভার স্মার্ট ছেলেমেয়ের প্রেমের প্রকৃতি।
তাদের কাছে প্রেম এখন ডেটিং সেক্স কিস আর চ্যাট সেক্স, ফোন সেক্সের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, আর কিছু প্লেগার্ল আছে তারাতো ফোনসেক্স বা লিভ
টুগেদারের ক্ষেত্রে ছেলেদের চাইতে এগিয়ে, ভালবাসায় এখন নেই কোন আন্তরিকতা, বিশ্বাস ও হৃদয়ের টান।
লিভ টুগেদার, নামমাত্র প্রেম করে দুদিনের মাথায় অমুক তমুখ সন্তু রিন্টু দেবুর ফ্ল্যাটে নিয়ে গিয়ে সেক্স আদান প্রদানই হাল যুগের ছেলেমেয়ের কাছে এখন অত্যাধুনিক ফ্যাশন, ভালোবাসার অপর নাম।

      আর সেক্স করতে রাজি না হলে ব্রেক-আপ করে ওভার স্মার্ট ছেলে। আবার কিছু মেয়েও আছে যারা সেক্সকেই প্রেমের মুল উপাদান মনে করে থাকেন।এক মেয়ে এমনই একটি কমেন্ট করেছিলো লিভ টুগেদার বিষয়ক এক পোস্টে, কমেন্টটি এইরূপ "প্রেম করলে বয়ফ্রেন্ডের সাথে সেক্স করতেই পারে এটা ব্যভিচার কেন হবে?

      এরপর তার কমেন্টের রিপ্লাই দেয়ার প্রয়োজন হয়না সে কোন স্কুেলের মেয়ে
তা দুধের শিশুও অবগত হয়ে যাবে নিমিষে।
     খুব অবাক লাগে ওভার স্মার্ট একটি মেয়ে যখন তার বয়ফ্রেন্ডের দামি গিফটের
বিনিময়ে রুমডেটে সেক্স করে তাকে স্যাটিসফাই করে।

       ধীরে ধীরে আমরা তলিয়ে যাচ্ছি অন্ধকার যুগে যখন বিনা বিবাহ বন্ধনে মিলন হত।
অবশ্য এসব ওভার স্মার্ট প্লেবয় বা প্লেগার্লদের ভাগ্যই প্রেম জোটে আর ভালো ছেলেমেয়েরা সিঙ্গেল।
এরা সেকালে কারন এরা সারারাত ব্যাপি ফোন সেক্সে বিশ্বাসী নয় বা লিভ টুগেদার করে প্রেমের সুনাম নষ্ট করতে নারাজ কারন এরা অতি আধুনিক হতে গিয়ে স্রষ্টার দরবারে অপরাধী হতে রাজি নয়।

     তো আসুন নোংরামি বন্ধ করে প্রকৃত ভালবাসাকে শ্রদ্ধা করি।
কারন কিছু নোংড়া মানুষের কারনে ভালবাসার পবিত্রতা নষ্ট হোক এটা কারো কাম্য নয়।

           Sorry For This post

                                   Read more...

0 comments:

 
TOP