Loading...
Wednesday, 2 November 2016

মানুষের বাইরের চেহারা দেখে বিবেচনা সর্বদা স্বার্থক হয় না

একটি জরুরী সার্জারির জন্য
তাড়াহুড়ো করে এক ডাক্তারকে হাসপাতালে
ডেকে পাঠানো হল...
সে তড়িৎ গতিতে হাসপাতালে পৌঁছে
গেলো... হাসপাতাল ঢুকেই সে নিজেকে দ্রুত
প্রস্তুুত করে নিল সার্জারির জন্য ............
.
এরপর সার্জারির ব্লক এ গিয়ে সে দেখল
রোগীর( একটি ছোট্ট ছেলে ) বাবা ওখানে
পায়চারি করছে ডাক্তারের অপেক্ষায় ,
ডাক্তার কে দেখামাত্র লোকটি চেঁচিয়ে উঠল--
আপনার আসতে এতদেরি লাগে ?
দায়িত্ববোধ বলতে কিছু আছে আপনার ?
আপনি জানেন আমার ছেলে এখানে
কতটা শোচনীয় অবস্থায় আছে ?
.
ডাক্তার ছোট্ট একটা মুচকি হাসি হেসে বলল-
" আমি দুঃখিত, আমি হাসপাতাল এ ছিলাম না,
বাড়ি থেকে তাড়াহুড়ো করে এলাম,
তাই একটু দেরি হল, এখন আপনি যদি একটু
শান্ত হন, তবে আমি আমার কাজ টা শুরু করি ?
লোকটি এবার যেন আরও রেগে গেলো,
ঝাঁঝাঁলো স্বরে বলল-
" ঠাণ্ডা হব ? আপনার সন্তান যদি আজ
এখানে থাকতো ? আপনার সন্তান যদি জীবন
মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকতো, তবে আপনি
কি করতেন ? শান্ত হয়ে বসে থাকতেন ?
ডাক্তার আবার হাসলেন আর বললেন
"আমি বলছি একটু ধৈর্য্য ধরুণ, জীবন মৃত্যুর
খেলা তো ভগবানের হাতে" ,
ডাক্তার কাউকে দীর্ঘ জীবন দান করতে
পারেন না... আপনি আপনার সন্তান এর জন্য
প্রার্থনা করতে থাকুন আমরা সর্বোচ্চ চেষ্টা
করবো।
লোকটি পুনরায় রাগত স্বরে বলল-
অন্য কে উপদেশ দেয়া খুবই সহজ...আপনার
এমন পরিস্থিতি হলে বুঝতেন....এরপর
ডাক্তার সার্জারির রুম এ চলে গেলো, ২ঘণ্টার
মত লাগলো । শেষে হাসিমুখে ডাক্তার হাসি
মুখে বের হয়ে এলেন,"ভগবানের কৃপায়
অপারেশন সফল" ...
এরপর উত্তরের অপেক্ষা না করেই ডাক্তার
আবার বলে উঠলেন- আপনার কোন
প্রশ্ন থাকলে নার্স কে জিজ্ঞেস করুন, বলে
তিনি চলে গেলেন।
.
এরপর লোকটি নার্স কে বললেন- এই ডাক্তার
এত নিষ্ঠুর কেন ? তিনি কি আর কিছুক্ষণ
এখানে থাকতে পারতেন না...
আমি ওনাকে আমার সন্তান এর ব্যাপারে কিছু
জিজ্ঞেস করতাম...!
তখন নার্স জানালেন- ডাক্তার এর ছেলে আজ
সকালে মারা গেছেন রোড এক্সিডেন্ট এ, তিনি
আপনার ফোন পেয়ে ওনার ছেলের মরা মুখ
না দেখেই ছুটে এসেছেন , এখন আবার দৌড়ে
চলে গেলেন- মুখে আগুন দিতে ......!!

Moral:- একজন মানুষ কে কখনও তার বাইরের
আচরন দেখে যাচাই করবেন না, কারন আপনি
কখনই জানেন না তিনি কিসের মাঝে আছেন !!
________________________________________________________________________________________________________________
শেয়ার প্লিজ

0 comments:

 
TOP