একবার এক সাগরে নৌকা নিয়ে ঘুরছিলো '
কলকাতা /শিলিগুড়ি / ধুলিয়ান
তিন বন্ধু....?
হঠাৎ জল থেকে একটা দৈত্য
উঠে এলো ~
প্রচন্ড রাগী কন্ঠে বললো ঃ-
তোরা অনুমতি ছাড়াই আমার
এলাকায় ঢুকেছিস।
এখন আমি তোদের
মেরে ফেলবো !
ওরা তো ভয়ে হাউ-মাউ
করে কাঁদতে লাগলো।
ওদের কান্নায় দৈত্যের
মন কিছুটা নরম হলো।
দৈত্য বললো ঃ ঠিক
আছে তোদের
একটা চান্স দিচ্ছি। তোরা
কোনো কিছু সাগরের জলেতে
ফেলে দিবি।
যদি আমি সেটা তুলে আনতে
পারি তাহলে
তোদের মেরে ফেলবো ।
আর যদি না
তুলে আনতে না পারি ছেড়ে
দেবো।
কলকাতার ছেলেটি
বন্দুকের একটা বুলেট
জলেতে ফেললো।
দৈত্য সাথে সাথে সাগরের
জলেতে ডুব দিয়ে সেটা তুলে
আনল আর কলকাতার
ছেলেটিকে মেরে ফেললো ।
এবার শিলিগুড়ির
ছেলেটি একটা সূচ জলেতে
ফেলে দিলো।
দৈত্য সাথে সাথে সাগরের
জলেতে ডুব দিয়ে সেটা তুলে
আনলো আর শিলিগুড়ির ছেলেটি কে মেরে ফেললো ।
এবার ধুলিয়ানের
ছেলেটির পালা ?
সালা pant খুলে হিসি করে দিলো সাগরের জলে !!!
এখন ঠেলা সামলাও । ধুলিয়ানের
ছেলে কি জিনিস বোঝো.......।
এবার আলাদা করে দেখাও..... জল আর হিসি. ধুলিয়ানের
ছেলের সাথে পাঙ্গা.......ধুলিয়ানের
ছেলেরা যুগ যুগ জিও।
0 comments:
Post a Comment