১)আমরা(ভারতীয়রা ) মেয়ের পড়াশুনার থেকে মেয়ের বিয়েতে বেশি খরচ করি।
২) আমরা এমন দেশে বাস করি; যেখানে পুলিশকে দেখে, সেফ মনে করার থেকে, আনসেফ ও নার্ভাস ফিল করি বেশি!
৩) IAS exam, একজন প্রার্থী
"পনপ্রথা একটি অভিষাপ"
এ নিয়ে ১৫০০ শব্দের অসাধারন essay লিখে IAS OFFICER এর পদে চাকরীর যোগ্যতা অর্জন করেন!
আর নিজের বিয়ের সময় ১কোটি টাকা পন দাবী করেন কারন তিনি, IAS officer.
৪) আমাদের সমাজ ও সংস্কৃতি বিদেশীদের মত ল্যাংটা, অসভ্য সংস্কৃতি নয়, তবুও আমরা ১২০ কোটি!
৫) আমরা মোবাইলে দামী screen guard,অথবা scratch proof. দামী Gorilla Glass যুক্ত মোবাইল কিনি অথচ হেলমেট ছাড়াই বাইক চালাই! এবং অর্ধ নগ্ন হয়ে রাস্তায় বের হয়।
৬) সবথেকে ঘাটিয়া সিনেমাই এদেশে বেশি হিট হয়!
৭) porn-starরা এদেশে সেলিব্রিটি! আর rape হওয়া মেয়েটিকে ঘৃনা করি, এমনকি তার সাথে মিসতেও লজ্জা বোধ করি!
৮) এখানে Politician রা সবসময় জাতি কে ভাগ করার এবং দাঙ্গা লাগানোর চেষ্টায় আছে।
৯)এদেশে নেতা, মন্ত্রী , আমলা সরকারী চাকুরে সবাই খুব ব্যাস্ত কিন্তু কাজের জায়গায় কেউ টাইমে পৌছায় না।
১০) Priyanka Chopra যা আয় করেছেন Mary Kom চরিত্রে অভিনয় করে ! Mary Kom নিজে সারা জীবনেও হয়ত এত্ত টাকা আয় করতে পারবেন না! হায় আমাদের দেশ।
১১) যারা গিতা আর কুরআন নিয়ে ঝগড়া করছেন। তাদের মধ্যে মনেহয় ৯৫% লোকই এই গ্রন্থগুলি কোন দিন পড়ে দেখেনি।
১২)আমরা যে জুতো মোজা কিনি তা বিক্রি হয় এয়ার কন্ডিশান দোকানে আর সবজি বিক্রি হয় ফুটপাতে।
If we can change our thinking then we can definitely change our India.
0 comments:
Post a Comment