Loading...
Tuesday, 30 May 2017

*জামাইষষ্ঠি স্পেশাল* : শ্বাশুরীদের জামাই আদর

বিভিন্ন পেশায় যুক্ত জামাইদের শ্বাশুড়িরা খেতে দেবার সময় কি বলতে পারে :

*ডাক্তারের শ্বাশুড়ি* : " বাবা একপিস রেডমিট খাও , শেষে না হয় পুরো স্যালাডটাই খাবে "

*সফটওয়্যার ইঞ্জিনিয়ারের শ্বাশুড়ি*  : " এইটুকু পেটে আপলোড হয়েই যাবে , মাত্র তো কয়েক জিবি "

*সিভিল ইঞ্জিনিয়ারের শ্বাশুড়ি* : " ভাতের মধ্যে গর্তটা ঠিকঠাক করেছো তো, দেখ আবার ডাল সোঁক না করে সাইড থেকে।ঢালছি এবার ? "

*সরকারী অফিসারের শ্বাশুড়ি* : " বাবা টেবিলের তলা দিয়ে বাটিটা বাড়াও একটু মাংস দি "

*সরকারী ক্লার্কের শ্বাশুড়ি* : " ঠিক আছে একটু ঘুমিয়ে নাও , ওঠার পর দই মিষ্টিটা খাবে "

*রাজনৈতিক নেতার শ্বাশুড়ি* :       "পুরোটাই একসাথে কেউ মুখে পুরে নেয় বাবা , গরম রসগোল্ল্লা বলে কথা ! "

*স্কুলটিচারের শ্বাশুড়ি* : " এটা হল আসল বাসমতি রাইস, তোমার শ্বশুর মশাই নিজে গঙ্গার নিম্ন অববাহিকায় অবস্থিত কালনার নতুন পলিমাটির জমি থেকে নগদে কিনে এনেছেন "

*বাস কন্ডাকটারের শ্বাশুড়ি* :         " বাবা উঠে যেওনা একটু বাঁধবে, তোমার বাবা পান নিয়ে আসছে "

*অটো ড্রাইভারের শ্বাশুড়ি* : " বাবা কটা খুচরো আলুভাজা দি "

*সেলসম্যানের শ্বাশুড়ি* : " সব গুলো খেয়ো কিন্তু এগুলোই তোমার টার্গেট মনে কর "

*বিজনেস ম্যানের শ্বাশুড়ি* : " বাবা ফ্যানটা অফ করে দি, হাতপাখা তো নাড়ছিই"

*পুলিশের শ্বাশুড়ি* : " এখন এগুলো শেষ কর, বাকি গুলো না হয় সঙ্গে বেঁধে দেব "

*বেকারের শ্বাশুড়ি* : " বাবা তাড়াতাড়ি খেয়েদেয়ে কটা মিষ্টি পান এনে  দিয়তো "

*ঘর জামাইয়ের শ্বাশুড়ি* : "বাবা খেয়ে দিয়ে বাসন কটা মেজে দিও"

এখানে ক্লিক করুণ...

0 comments:

 
TOP