Loading...
Thursday, 13 July 2017

কোনো কিছু পাওয়ার আশায় দিন কাটাতে নেই সেই জিনিসকে পাওয়ার জন্য নিজেকে তৈরি করে নিতে হয়

*বুদ্ধ একটি সত্যি বলেছিলেন*
"মরতে সবাইকে হবে,কিন্তু মরতে কেউ চাই না"
আজ পরিস্থিতি আরো জটিল
অন্ন সবারই চাই,কিন্তু কেউ চাষবাস করতে চাই না,
জল সবারই চাই,কিন্তু কেউ জল বাঁচাতে চাই না,
দুধ সবারই চাই,কিন্তু কেউ গাই পুষতে চাই না,
ছায়া সবারই চাই,কিন্তু কেউ গাছ লাগাতে ও বাঁচিয়ে রাখতে চাই না,
ঘরে সবারই বউ চাই,কিন্তু কন্যা সন্তান চাই না।
*মেসেজ পড়ে বাহ বাহ বলতে সবাই পারে, কিন্তু সচেতনতা ছড়াতে সেটা শেয়ার বাফরওয়ার্ড করতে কেউ চাই না*
"মনুষ্যত্ব বাঁচিয়ে রাখুন"
     আরও পড়ুণ…

0 comments:

 
TOP