LOVE LETTER ✉
-------------------------------
Dear My besty,
পত্রের প্রথমে জানাই Detol-Savlon এর জীবাণুমুক্ত ভালবাসা |
আশা করি Nycil পাউডার মেখে ... ভালোই আছো |
আমি তোমাকে Dairy Milk এবং এর মত পছন্দ করি |
তোমাকে ছাড়া আমার জীবন China Mobile মত মূল্যহীন |
আর কিছু লিখে তোমার Fair & Lovely ক্রীম মাখার মূল্যবান সময় নষ্ট করতে চাই না |
আমি কোন দিন পত্র লিখিনি , তাই যদি কোন ভুল হয়ে তাকে তাহলে Surf Excel দিয়ে মুছে ফেলো |
আর যদি হাসি আসে তাহলে Pepsudent দিয়ে দাঁত ব্রাশ করে নিও |
আমার পত্র পরে যদি, তোমার মাথা গরম হয়, তাহলে Navaratna Cool তেল দিয়ে মাথা ঠান্ডা করে নিও |
ইতি
…………………
তোমার
ambuja Cement
এর মত মজবুতভালবাসা
0 comments:
Post a Comment