Loading...
Wednesday, 26 October 2016

কয়েকজন মহান ব্যক্তির কতকগুলি মহান বাণী

1) আমি বোকা হতে পারি,অখ্যাত হতে পারি, অনেক খারাপ ছাত্র/ ছাত্রী হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমিই শ্রেষ্ঠ সন্তান।
           √মার্চ এন্ডার।

2) আমার আসল বন্ধু আয়না, কারণ যখন আমি কাঁদি, এটা তখন হাসে না।
           √চার্লি চ্যাপলিন।

3) অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়।
            √শেক্সপিয়ার।

4) একমাত্র মেয়েরাই নিষ্ঠুর হওয়ার অসীম ক্ষমতা নিয়ে জন্মায়।
           √হুমায়ূন আহমেদ।

5) জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি।
          √নির্মেলেন্দু গুণ।

6) কারো উপর নির্ভশীল হয়ে যেও না, মনে রেখো অন্ধকারে তোমার নিজের ছায়াও তোমাকে ছেড়ে চলে যায়।
         √ইমাম ইবনে তাইমায়া।

7) দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা।
         √হযরত আলী(র)।

8)  যখন ধর্ষিত হওয়া ছাড়া আর কোন উপায় থাকে না, তখন তা উপভোগ করাই শ্রেয়।
         √উদ্র উলিসন।

9) কালকে আমার পরীক্ষা কিন্তু এটা আমার কাছে বড় কোন ব্যাপারই না কারণ শুধুমাত্র পরীক্ষার কয়েকটা পৃষ্ঠাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না।
        √টমাস আলবা এডিসন।

10)  যখন তোমার কাছে অনেক অনেক টাকা থাকবে,তখন তুমি ভুলে যাবে যে তুমি কে। আর যখন তোমার কাছে টাকা থাকবে না,তখন সমস্ত পৃথিবী ভুলে যাবে তুমি কে?
          √বিল গেটস।

11)  আপনি যদি কোন ভালো কাজ করেন তাহলে লোকে আপনার সমালোচনা করবেই। আম গাছে আম ধরে বলেই লোকে ঢিল ছোঁড়ে।ফজলি আম গাছে আরো বেশি ঢিল ছোঁড়ে। শেওড়া গাছে কেউ ভুলেও ঢিল ছুড়ে না।
         √শেরে বাংলা এ.কে ফজলুল হক।

12) কে বলে সিগারেট ছেড়ে দেয়া অসম্ভব, আমি নিজে ১৫৭ বার সিগারেট ছেড়েছি।
        √মার্ক টোয়েন।

13) আমি তোমাদের ভালোবাসায় না গিয়ে যুদ্ধ করার পরামর্শ দিচ্ছি কারন যুদ্ধে তুমি হয় বাঁচবে না হয় মরবে, কিন্তু ভালোবাসায় না পারবে বাঁচতে না পারবে মরতে।
        √এডলফ হিটলার।

14) গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, তেমনি বন্ধুও একটি বিশেষ জাতের মানুষ।
        √রবীন্দ্রনাথঠাকুর।

15) ভালো মানুষের রাগ থাকে বেশী, আর যারা মিচকা শয়তান তারা রাগে না, লাথি দিলে, লাথি খেয়েও হাসবে !
       √হুমায়ূন আহমেদ।

16)  ইতিহাস পড়ে দেখ, প্রেমিকরা চিরকাল
ফ্যা ফ্যা করে বেড়ায়, কিন্তু লম্পটদের কখনও মেয়ের অভাব হয় না। মেয়েরাও মাইরি লম্পটদেরই ভালবাসে।
       √সঞ্জীব চট্টোপাধ্যায়।

17)  সেই ছেলেকে জীবন সঙ্গী করো, যার ভবিষ্যৎ ভালো। সেই মেয়েকে জীবন সঙ্গিনী করো,যার অতীত ভালো।
      √রবীন্দ্রনাথ ঠাকুর।

**** ভাল লাগলে শেয়ার ও কমেন্ট করুন ****

Newer Post
Previous
This is the last post.

0 comments:

 
TOP