Loading...
Thursday, 27 October 2016

শিক্ষক ও ছাত্রের মজার কথোপকথোন

ছাত্র: স্যার, আমি কি একটা প্রশ্ন করতে পারি?

শিক্ষক: কর!

ছাত্র: একটা আস্ত হাতিকে কিভাবে ফ্রিজে রাখবেন?

শিক্ষক: জানি না তো!

ছাত্র: খুব সহজ, আগে ফ্রিজটা খুলবেন, তারপর হাতিটাকে সাবধানে ঢুকাবেন, ব্যস। আরেকটা প্রশ্ন!

শিক্ষক: কি?

ছাত্র: একটা গাধাকে কিভাবে
ফ্রিজের ভিতর রাখবেন?

শিক্ষক: খুব সহজ, ফ্রিজটা খুলবো, তারপর গাধাটাকে রেখে দিব, ব্যস।

ছাত্র: হয় নাই স্যার, আগে
হাতিটাকে বের করতে হবে তারপর.. !!

শিক্ষক: ওহহ...ওকে!!

ছাত্র: স্যার আরেকটা প্রশ্ন। বনের সমস্ত পশুপাখি সিংহমামার জন্মদিন
অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে কিন্তু একজন ছাড়া। সেটা কে?

শিক্ষক: মনে হয় বাঘ! কারন একজন আরেকজন কে দেখতে পারে না।

ছাত্র: হয় নাই স্যার, এটা হবে গাধা
কারন সে এখনো ফ্রিজের ভিতর।

শিক্ষক: আমার সাথে মজা কর...না!

ছাত্র: না স্যার, আরেকটা শেষ
প্রশ্ন...
প্লীজ স্যার।

শিক্ষক: ওকে।

ছাত্র: অসংখ্য কুমীর ভর্তি নদী
আপনাকে পার হতে হবে, কিন্তু কিভাবে?

শিক্ষক: কোন অবস্থাতেই সম্ভব না
তবে একটি বড় নৌকা দিয়ে পার হওয়া যাবে।

ছাত্র: হয় নাই স্যার, আপনি সাঁতরে সহজেই নদী পার হতে পারবেন, কারন কুমীর গুলোও সিংহের জন্মদিনে গিয়েছে।

শিক্ষক: হতছছারা, তোর জনমদিন ভুলিয়ে দেব...
    

0 comments:

 
TOP