Loading...
Monday, 31 October 2016

একটি ব্রেকাপ প্রেমের গল্প"


"হেডফোনে ফেভারিট লিস্টের গান
শুনছিল তানিয়া।' হঠাৎ বেজে উঠলো
"ও মেঘলা মেয়ে যাসনি উঠে-এখনো
দেখা শেষ হয়নি তোকে। " সারা
শরীর কেঁপে উঠলো তানিয়া'র !
বিষাধে ব্যাথাতুর হয়ে গেল মন।
একদিন আড্ডা দিয়ে উঠে আসার সময় এ
গানটাই ছেড়েছিল আকাশ! সেদিন
তানিয়া'র দিকে আহ্বানের হাত
তুলে ঠোঁট মিলিয়ে আকাশ ও
গেয়েছিল - হাহাকার মনকুড়ি, যাসনে
ও মেঘলা মেয়ে হাত জড়ো মনে পুড়ি,
বহুকাল তোকে চেয়ে। " তা
দেখে খুব হেসেছিল তানিয়া। মনে
পড়তেই কান্না পাচ্ছে আজ।
সমবয়সী ছিল দু'জন! আকাশ দ্বিতীয়
বর্ষের, তানিয়া প্রথম বর্ষের।
সম্পর্কটা ছিল ফ্রেন্ডলি প্রথমে। একসময়
ভালবাসায় রূপ নেয়। কত মধুর ছিল
দিনগুলো। প্রতিটি রাত ভালবাসায়
মাখানো চ্যাটিং আর ফোনআলাপে
ভরা। প্রতিটি দিন পাশাপাশি হাঁটা
আর খুনসুটি করা।
তানিয়া'র মুখের উপর সরে আসা চুল
আঙ্গুল দিয়ে সরিয়ে দিয়ে আকাশ
বলতো- 'অগোচালো মেয়ে। "
তানিয়া শিহরিত হয় শুনে। সেই থেকে
ইচ্ছে করে মুখের উপর চুল এনে রাখতো।
হঠাৎ আকাশ বদলে যায়। আগের মত সময়
দেয় না তানিয়াকে। না ফোন, না
চ্যাট। তানিয়া জানতে পারে অন্য
মেয়ে আকাশের প্রেমে পড়েছে।
মেয়েটি তানিয়া'র চেয়ে
আকর্ষণীয়।
প্রথম দিকে আকাশ পাত্তা দিতো না।
এক সময় ঝুঁকে পড়ে সেই মেয়েটার
প্রতি। আর এডিয়ে যেতে
থাকে তানিয়াকে।
এ নিয়ে দু'জনের মাঝে কত ঝগড়া। এক
পর্যায়ে আকাশ ব্রেকাপ নামের
অপ্রত্যাশিত বজ্রপাত ছুড়ে দিল। ঝলসে
গেল দীর্ঘদিনের একে অন্যের হয়ে
থাকা প্রতিজ্ঞাবদ্ধ সম্পর্ক ব্রেকাপ
নামক বজ্রপাতে।
নাহ! তানিয়া ভাবতে পারছে না আর।
চোখে বইছে শ্রাবণের জলধারা।
গানটাকে বিষাক্ত মনে হচ্ছে আজ।
ডিলেট করে দিল সাথে সাথে।
অশ্রুসিক্ত নয়নে খুঁজতে লাগলো
পুরোনো চ্যাট!
যেখানে আকাশ লিখেছিল.... জিবন
মানে তুমিময় -মৃত্যু মানে তোমাকে
হারাবার ভয়।
একজন আমাকে বলেছিল টিনএজারদের
প্রেমের গল্প লিখতে। দুঃখিত!
টিনএজারদের কোন প্রেমের গল্প
লিখতে পারিনি। যে সম্পর্ক রিলেশন
আর ব্রেকাপ এ সীমাবদ্ধ! তা দিয়ে
প্রেমের গল্প হয় না। এ বয়সটা আবেগের!
আবেগে জোয়ার আসলে ঘড়ে ওঠে,
ভাটা পড়লে ধ্বংশ হয়।
প্রেম এখন রিলেশনের মোড়কে
আচ্ছাদিত। boyfriend ও প্রেমিক এক নয়!
পার্থক্য -প্রেমিক ত্যাগে জয় করে
boyfriend জয় করে ব্যায়ে। প্রেমিকের
ভিতরে থাকে টান- boyfriend এর
ভিতরে থাকে আকর্ষণ।
তানিয়া মেয়েটি এখনো আকাশের-ই
রয়ে গেছে। পার্থক্য শুধু ব্রেকাপ এর
আগে আকাশের উপস্থিত তানিয়াকে
ভালো রাখতো! আর ব্রেকাপ এর পর
আকাশের উপস্থিতি তানিয়াকে
কাঁদায়, দেয় যন্ত্রনা।
তানিয়া নামের মেয়েটাও
ভালবেসেছিল! গুঁছিয়ে অনেক সপ্ন
দেখেছিল। আজ সে গুলোকেই
বিষাক্ত লাগে। শূন্য থাকলে আফসোস
থাকে! কিন্তু পূর্ণতার পর শূন্য হলে কষ্ট
থাকে।
জমাট বাঁধা কষ্ট। যদি ধরে রাখতে না
পারো তবে পূর্ণ করোনা। যদি পূর্ণ
করো-তবে শূন্য করোনা।
(ভালো রাখার কথা বলে আহ্বানের
হাত বাড়ানোর আগে ভেবে দেখ!
তুমি কি পারবে??

1 comments:

RAJUSONA said...

Khub valo jani na sotte kore valo basai ato kanna kano .khub valo laglo khub valo ai golpo sune amar jiboner pramer kota mone pore galo bondu khub valo

 
TOP