Loading...
Tuesday, 14 February 2017

ভালোবাসা মানেই জীবনের এক বিরাট অংশকে ঘিরে বেঁচে থাকা

ছেলে :- সকাল থেকে ফোন করছি ,কোথায়
ছিলে এতোখোন ??
মেয়ে :- ঘূমাছিলাম ।
ছেলে :- এতোখোন তো আমিও ঘুমায় না ।
মেয়ে :- বাবু আমাকে রাত জাগতে বোলো
জেগে থাকতে পারব,
কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে পারব না

ছেলে :- ঠিক আছে ,বিয়ের পর আমার ভালো
হবে ।
মেয়ে :- কি করে??
ছেলে :- যতক্ষণ তুমি ঘুমিয়ে থাকবে ,
ততক্ষখ আমি আমার সব কাজ করে নেবো ।
মেয়ে :- কি কাজ ?
ছেলে :- বাবু তোমার জন্য ব্রেকফাস্ট
বানানো,
আর চা নিয়ে তোমার কাছে আসবো।
আর তোমাকে ঘুম থেকে উঠাবো ।
((মেয়ে চুপ করে গেলো ।))
ছেলে :- কি হলো তুমি কি ভাবছিলে??
ছিঃ ছিঃ ছিঃ তোমার ভাবনা খুব নোংরা ।
মেয়ে :- একটা কথা বলবো ?
ছেলে :- হ্যাঁ বলোনা ।
মেয়ে :- I Love U কিন্তু আমি তোমায় বিয়ে
করতে পারব না ।
ছেলে :- কেন ???
মেয়ে :- আমি আমার বাবা কে খুব
ভালোবাসি ,
ওনার আদেশ না পেলে আমি বিয়ে করতে
পারব না ।
ছেলে :- তো তুমি আমায় ভালোবাসো না কি

তুমি আমাকে ছাড়া থাকতে পারবে ??
মেয়ে :- আমি মোরে যাবো ।
আমি তোমাকে ছাড়া কোনোদিন থাকতে
পারব না ।
ছেলে :- চুপ কোরো ।
এমন কোথা যদি আর কোনোদিন বলো,
তাহলে আমি তোমার লিপ কিস করে ফেলবো

0 comments:

 
TOP